বঙ্গভূমি লাইভ ডেস্ক: ভোটগ্রহণ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা নয়। ভোটপর্ব যখন মধ্যগগনে, তখনই বিক্ষোভে নামল রাজ্যের বিরোধী দল বিজেপি। ইস্যু, ছোট লালবাড়ি দখলের লড়াইয়ে ভোট দুর্নীতি ও হিংসা।
নির্বাচন ঘিরে মহানগরী নিরাপত্তায় মোড়া থাকলেও,বিভিন্ন বুথ থেকেই বিক্ষিপ্ত অশান্তির খবর পাওয়া গিয়েছে ৷ কলকাতায় মোট বুথ রয়েছে ৪৯৫৯টি ৷ সংবেদনশীল বুথের সংখ্যা ১১৩৯৷ নির্বাচন ঘিরে যাতে কোথাও কোনওরকম নিরাপত্তার ফাঁক না থাকে, সে বিষয়ে বদ্ধপরিকর রাজ্য নির্বাচন কমিশন। নিরাপত্তার ক্ষেত্রে পুলিস-প্রশাসনে কোনও রকম খামতি না থাকলেও, রাজনৈতিক অশান্তি এড়ানো যায়নি।
এরপরই রাজ্য বিজেপির পক্ষ থেকে অভিযোগ জানানো হয়, ‘কলকাতা পুরনিগম নির্বাচনকে তৃণমূল কংগ্রেস ও কলকাতা পুলিস যৌথভাবে প্রহসনে পরিণত করেছে। নির্বাচন কমিশন কাঠের পুতুলে পরিণত হয়েছে।’ এই দাবিতে দুপুর ১টা থেকে রাজ্য জুড়ে প্রতিবাদ কর্মসূচির ডাক দিল বিজেপি । বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আগেই জানিয়ে দেন, ‘আমরা দুপুর ১টা থেকে রাজ্য জুড়ে প্রতিবাদ কর্মসূচিতে সামিল হব ৷’
বিজেপির অভিযোগ, ১৪৪টি ওয়ার্ডেই গন্ডগোল করেছে তৃণমূল। শুধু বিজেপি কর্মী নয়, বিজেপি প্রার্থীদের উপরও আক্রমণ করা হয়েছে । তার প্রতিবাদে কর্মী-সমর্থকদের পথে নামার নির্দেশ দেওয়া হয়েছে ।
কলকাতা পুর নির্বাচনে প্রহসনের অভিযোগে সরব হয়েছেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। রাজ্য বিজেপির সহ-সভাপতির কথায়, ‘এটা নির্বাচন হচ্ছে ? সকাল থেকে চলছে বোমাবাজি, মারধর, বুথ দখল। মীনাদেবী পুরোহিতের মতো প্রার্থীর জামা-কাপড় ছিঁড়ে যাওয়া হচ্ছে । এক একটা লোক যাচ্ছে, পাঁচ-ছ’টা করে ভোট পড়ছে৷ পুলিস তামাশা দেখছে। বোমাবাজিতে মানুষের পা উড়ে যাচ্ছে। আর তৃণমূল আর পুলিস বলছে এটা কালিপটকা ছিল। নির্বাচনে কালিপটকাও তো নিষিদ্ধ । কালিপটকা আসছে কোথা থেকে ?’
Leave a Reply