শ্রাবণী পাল: রাজ্যে নাম উজ্জ্বল করল কলকাতা। চলতি মাসেই শিলিগুড়িতে অনুষ্ঠিত হয়েছিল কিক বক্সিং প্রতিযোগিতা। একাধিক জেলা থেকে বক্সাররা অংশগ্রহণ করেছিলেন সেখানে। ব্যতিক্রমী ফলাফল কলকাতার। মোট ১৬টি পদক জিতে ফিরেছে শহরের ছেলেমেয়েরা। মুখ উজ্জ্বল করেছে নিজেদের প্রশিক্ষকদের।
এই নভেম্বর মাসের ১৩ এবং ১৪ তারিখে শিলিগুড়ির উদ্রিজ ইন্টারন্যাশনাল স্কুলে আয়োজন করা হয়েছিল কিকবক্সিং প্রতিযোগিতার। ২১ টি জেলা থেকে প্রায় ৪৫০ জন মতো প্রতিযোগী উপস্থিত ছিলেন সেখানে। কোভিড আবহে প্রতিযোগিতাগুলি বেশ কিছু মাস থমকে ছিল। তবে বর্তমানে স্বাস্থ্য বুলেটিন অনুযায়ী পরিস্থিতি স্বাভাবিকই। রাজ্য সরকারের অনুমতি নিয়েই এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল সেখানে। এই প্রতিযোগিতাতে কলকাতা থেকে অংশ নেওয়া মোট ১৭ জন প্রতিযোগীর মধ্যে ১৬ জনই পদক এনেছেন। এর মধ্যে ৮ জন স্বর্ণপদক, ৫ জন রুপোর পদক এবং ৩ জন তামার পদক জিতে ফিরেছে। এই নিয়ে প্রশিক্ষণ কেন্দ্র এবং প্রশিক্ষকেরা যথেষ্ট গর্বিত। প্রতিযোগীদের প্রত্যেকেই যাতে আগামী দিনে দীর্ঘ পথ অতিক্রম করে আরও এগিয়ে যায় তার শুভকামনাও তাঁরা জানিয়েছেন।
Leave a Reply