বঙ্গভূমি লাইভ ডেস্ক: আজ সকাল ৮ থেকে শুরু হল ৫ রাজ্যের ভোট গণনা (5 state result)। আধঘণ্টার ট্রেন্ড সামনে এসেছে। উত্তরপ্রদেশে ১০১ টি আসনে এগিয়ে বিজেপি। ৬০ টি আসনে এগিয়ে অখিলেশের দল। পঞ্জাব কংগ্রেস ১৮ আসনে এগিয়ে, আপ ৩০ আসনে এগিয়ে, বিজেপি ২ আসনে এগিয়ে। গোয়ায় বিজেপি ১ আসনে এগিয়ে। কংগ্রেস ১, তৃণমূল ১ আসনে এগিয়ে। উত্তরাখণ্ডে কংগ্রেস ২৭, বিজেপি ২৭ আসনে এগিয়ে।
উত্তরপ্রদেশ, (uttar pradesh) গোয়া , মনিপুর পঞ্জাব , উত্তরাখণ্ড এই পাঁচ রাজ্যে আগামী পাঁচ বছর কার হাতে থাকবে সিয়াসত সেই দিকে মুখিয়ে আছে গোটা রাজনৈতিক মহল। আলাদা নজর উত্তরপ্রদেশ নির্বাচনে (up election) । ঠিক এমনই মুহূর্তে উত্তরপ্রদেশ সহ অন্যান্য রাজ্যগুলিতে বিধানসভা নির্বাচনের ফলাফল কোন রাজনৈতিক দলের অনুকূলে আসতে চলেছে তা নিয়ে চলছে আলাপ আলোচনা। কারণ এই ভোটই বলে দেবে ২০২৪ এ দিল্লির মসনদে কার বসার সম্ভাবনা তৈরি হবে। ফলে আজকের দিকে তাকিয়ে সারা দেশ উত্তেজনায় ফুটছে।
Leave a Reply