বঙ্গভূমি লাইভ ডেস্ক: মাত্র ২ ঘণ্টা পেরিয়েছে। গণনা (counting) চলছে। প্রথম এক ঘণ্টার ট্রেন্ড জানাচ্ছে নির্বাচন কমিশন (election commission)। মণিপুরে (Manipur) ৬টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। জেডি (ইউ) ২টিতে এবং কংগ্রেস একটি আসনে এগিয়ে রয়েছে। নির্দল ১টি আসনে এগিয়ে। ৬০টির মধ্যে ১১ আসনের ট্রেন্ড এখনও সামনে এসেছে।
বিভিন্ন বুথ ফেরত সমীক্ষা মণিপুরে বেশি নম্বর দিয়েছিল বিজেপিকে। তাদের মতে এই রাজ্যে আবারও ক্ষমতায় আসবে বিজেপি। সমীক্ষা বলেছে, এখানে বিজেপি পেতে পারে ৩৩ থেকে ৪৩ আসন। সেইদিকেই ক্রমশ এগোচ্ছে বিজেপি।
Leave a Reply