বঙ্গভূমি লাইভ ডেস্ক: বিভিন্ন বুথ ফেরত সমীক্ষা (exit poll) বেশি নম্বর দিয়ে রেখিছল উত্তরপ্রদেশে (Uttarpradesh) বিজেপিকে। এদিন গণনার শুরু থেকেই যোগীর (yogi) হাসি চওড়া হতে পারে। কারণ গোরক্ষপুরে ভোট ব্যবধান বাড়ালেন যোগী আদিত্যনাথ, করহলে এগিয়ে সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব। সেইসঙ্গে প্রাথমিক ট্রেন্ড আসতেই দেখা যাচ্ছে বিজেপি এগিয়ে। দ্বিতীয় স্থানে উঠে আসছে সমাজবাদী পার্টি। এ বার উত্তরপ্রদেশের বিধানসভা ভোটে পদ্মশিবিরের প্রচারে মোদীর পাশাপাশি সমান ভাবে উঠে এসেছে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নাম। টানা দ্বিতীয় বার লখনউয়ের কুর্সি দখল করতে পারলে ভবিষ্যতে তিনি প্রধানমন্ত্রিত্বের দৌড়ে অমিত শাহের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারেন বলে মনে করছে দলেরই একাংশ। বুথফেরত সমীক্ষায় প্রায় সমস্ত সংস্থাই উত্তরপ্রদেশে বিজেপিকে এগিয়ে রেখেছিল। ট্রেন্ড সেই দিকেই এগোচ্ছে।
মণিপুরে (Manipur) ১২টি কেন্দ্রে ভোট গণনা (counting) শুরু হয়েছে। এখন ৪৯টি কেন্দ্রে পোস্টাল ব্যালটের গণনা চলছে।
Leave a Reply