বঙ্গভূমি লাইভ ডেস্ক: কাঁথিতে আবারও তৃণমূল নেতাদের সঙ্গে বচসায় জড়ালেন দিব্যেন্দু অধিকারী। তৃণমূল ছাত্র পরিষদের কয়েকজনের সঙ্গে হাতাহাতির উপক্রমও হয় তাঁর।
জানা গিয়েছে, সাধু জানা পুকুরপাড়ের পাশ দিয়ে যাওয়ার সময় তৃণমূল ছাত্র পরিষদের কয়েকজন ছেলের প্রতি কটূক্তি করেন কাঁথির সাংসদ। তখনই সাংসদের গাড়ি আটকানো হয়। গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে টিএমসিপি নেতারা। ঘটনাস্থলে পৌঁছে যান তৃণমূল নেতা বিশ্বজিৎ মাইতি ও শহর যুব তৃণমূলের সভাপতি সুরজিৎ নায়ক। তাঁদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন দিব্যেন্দু। মারমুখী মেজাজে তৃণমূল ছাত্র পরিষদের ছেলেদের দিকে এগিয়ে যান তিনি, এমনটাই অভিযোগ যুব তৃণমূল নেতা সুরজিৎ নায়ক।
এরপরই এলাকায় পৌঁছে যায় সিআরপিএফ। লাঠিচার্জ শুরু করে তাঁরা। গুরুতর আহতও হন কয়েকজন টিএমসিপি নেতা। দিব্যেন্দু অধিকারীকেও সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়।
দিব্যেন্দু অধিকারী জানিয়েছেন, কোনও কারণ ছাড়াই তাঁর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূলের কয়েকজন নেতা। তাঁকে হেনস্থা করার চেষ্টা করা হয়েছিল বলেও জানিয়েছেন তিনি।
Leave a Reply