বঙ্গভূমি লাইভ ডেস্ক: উত্তরপ্রদেশে ফের একবার গেরুয়া ঝড়। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথে যোগী আদিত্যনাথ (yogi adityanath)। সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদবকে আশাহত করে২৬৯ আসনে এগিয়ে যোগী আদিত্যনাথরা। যা প্রবণতা, তাতে উত্তরপ্রদেশে ৩০০ আসন পার করতে পারে বিজেপি (bjp)। অন্য দিকে সমাজবাদী পার্টি মাত্র ১২৭ আসনে এগিয়ে রয়েছে। মায়াবতীর বিএসপি ৫ এবং কংগ্রেস মাত্র ৩টি আসনে এগিয়ে রয়েছে। গোরক্ষপুর শহরে জীবনের প্রথম বিধানসভা ভোট লড়তে নেমে প্রথম রাউন্ড থেকেই একেবারে প্রথমে যোগী আদিত্যনাথ। নমুনা দেওয়া যাক। গোরক্ষপুর (শহর) আসনে প্রথম রাউন্ডের গণনায় যোগী পেয়েছেন ৫,৫৪০ ভোট। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী সমাজবাদী পার্টির প্রার্থী শুভাবতী শুক্ল ১,০৭৬ ভোট। এবং, যাঁকে নিয়ে কৌতূহল ছিল, সেই দলিত প্রার্থী চন্দ্রশেখর আজাদ (রাবণ) পেয়েছেন ১৩৩টি ভোট!

Leave a Reply